ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ

ব্র্যাক ব্যাংক পিএলসি

একনজরে প্রতিষ্ঠানের তথ্য: ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত; বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯’ পদক অর্জন করেছে। ব্যাংকটি ২০০৭ সালে শেয়ার বাজারে তালিকভুক্ত হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার, আরএমজি মনিটরিং ইউনিট পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার, আরএমজি মনিটরিং ইউনিট, নির্ধারিত নয় । 

আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংকে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মার্চেন্ডাইজিংসহ পোশাকশিল্পে চার থেকে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। আইটি বেজড অনলাইন মনিটরিং ও রিপোর্টিং সিস্টেমে অভিজ্ঞ হতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা : প্রযোজ্য নয়।

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

কর্মস্থল: প্রযোজ্য নয়।

আবেদনের যেভাবে করবেন: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।