Site icon চাকরি।। নিয়োগ।। জবস

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাকরি ডেস্ক (ঢাকা অফিস) : ফেনীতে দৈনিক কালবেলার সাফল্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে ফেনী প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে কালবেলা। তৃণমূল পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরে অল্প সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেছে। তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণস্বরূপ। এ পেশায় ঝুঁকি রয়েছে যা বলার অপেক্ষা রাখে না। সাংবাদিকতা পেশায় ও নিষ্ঠার কোন বিকল্প নেই। রুটি-রোজগারের জন্য এ পেশায় আসা উচিত না। সাংবাদিকরা অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। তারা কালবেলার ভূয়সী প্রশংসা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি এ.কে.এম আব্দুর রহীম এর সভাপতিত্বে ও কালবেলার ফেনী প্রতিনিধি সুরঞ্জিত নাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইন সম্পাদক জামাল উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, যমুনা টিভি প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক সংবাদ প্রতিনিধি শাবিহ মাহমুদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, যুগ্ম-সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সমর দেবনাথ, যুগান্তর ও নাগরিক টিভি প্রতিনিধি ও দৈনিক এবেলা’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক যতন মজুমদার, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির বেগ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহজালাল ভুইয়া, সময় টিভি রিপোর্টার আতিয়ার সজল, নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি নজির আহম্মদ রতন, দীপ্ত টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভুইয়া, একাত্তর টিভি প্রতিনিধি নুরুজ্জামান সুমন, দেশ রুপান্তর প্রতিনিধি শফিউল্লাহ রিপন, বৈশাখী টিভির প্রতিনিধি রাজন নাথ, দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আনন্দ টিভি প্রতিনিধি জাফর উল্লাহ, সকালের সময় ক্রীড়া প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক ফেনীর সময় চীফ রিপোর্টার আরিফ আজম, ঢাকা পোষ্ট প্রতিনিধি তারেক চৌধুরী, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াছ সুমন, ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির, মুক্তখবর প্রতিনিধি মাসুম বিল্লাহ, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মিজানুর রহমান, খোলা কাগজ প্রতিনিধি জোবায়ের হোসেন, ভাটিয়াল সম্পাদক কবি আলমগীর মাসুদ, যায়যায়দিন ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন, ইনকিলাব ছাগলনাইয়া প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, কালবেলার ছাগলনাইয়া প্রতিনিধি মিলন খন্দকার, কালবেলার ফুলগাজী প্রতিনিধি তানভীর চৌধুরী, কালবেলার দাগনভুইয়া প্রতিনিধি ফেরদৌস মাহমুদ হিরন, কালবেলার সোনাগাজী প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version