Site icon চাকরি।। নিয়োগ।। জবস

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান দিবস উদযাপন

১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়

সুশাসনের জন্য হিসাববিজ্ঞান- প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও বাংলাদেশ অ্যাকাউন্টিং এসোসিয়েশনের (বিএএ) যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৪’ উদযাপন করা হয়েছে। এছাড়া দেশের আরও দশটি বিশ্ববিদ্যালয়ে এ দিবস পালন করা হয়।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে টিএসসি ও ভিসি চত্বর হয়ে আবার বাণিজ্য অনুষদের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অ্যাকাউন্টিং এসোসিয়েশনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও একই সময়ে এ আয়োজন দেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

হিসাববিজ্ঞান দিবস নিয়ে বাংলাদেশ অ্যাকাউন্টিং এসোসিয়েশনের (বিএএ) প্রেসিডেন্ট প্রফেসর ড. এম হারুনুর রশিদ বলেন, অ্যাকাউন্টিং একটি সার্বজনীন শিক্ষা ব্যবস্থা। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, তাৎপর্যপূর্ণ অগ্রগতির জন্য অন্যতম অনুষঙ্গ হলো হিসাব। এ হিসাব এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের সৈনিক হলো এ বিভাগের শিক্ষার্থীরা।

তবে এমন আয়োজনেও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, হিসাববিজ্ঞান দিবস সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। তবে এমন তাৎপর্যপূর্ণ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের কোন শিক্ষককে এ আয়োজনে না দেখা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার।

উল্লেখ্য, প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা দিবসটি পালন করে থাকেন। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশেও উদযাপিত হয়ে থাকে।

Exit mobile version