জাতীয় রাজস্ব বোর্ডে পদসংখ্যা ৪৩

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। প্রতিষ্ঠানটির একাধিক পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরে প্রতিষ্ঠানের তথ্য: জাতীয় রাজস্ব বোর্ড (সংক্ষেপে এনবিআর) বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংযুক্ত প্রতিষ্ঠান যার প্রধান দায়িত্ব শুল্ক-কর আরোপ করা ও তা আদায় করা। এছাড়া, শুল্ক নীতি প্রণয়নসহ চোরাচালাননিরোধী আইন ও বিধি প্রণয়ন বোর্ডের অন্যতম কাজ। এটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত প্রতিষ্ঠান। এনবিআর নামে পরিচিত এ প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকায় ও এটি ১৯৭২ সালে গঠিত হয়েছিল।


নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিষ্ঠানটির অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৪৩ । 

আবেদনের যোগ্যতা: প্রার্থীর এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

অভিজ্ঞতা : প্রযোজ্য নয়।

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

কর্মস্থল: প্রযোজ্য নয়।

আবেদনের যেভাবে করবেন: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।