Site icon চাকরি।। নিয়োগ।। জবস

ইবনে সিনাতে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ

একনজরে প্রতিষ্ঠানের তথ্য: ইবনে সিনা ট্রাস্টটি ৩০ জুন ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।  ইবনে সিনা ট্রাস্ট বাংলাদেশ জুড়ে বেশ কয়েকটি ল্যাবরেটরি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, পরামর্শ কেন্দ্র এবং ওষুধ শিল্প প্রতিষ্ঠা করেছিল।বিশ্বাস করা হয় যে এই ট্রাস্টের সাথে বাংলাদেশের ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।৩০ এপ্রিল ২০১৮ এ ট্রাস্টটি ব্যাংক প্রশাসনের একটি রদবদলের পরে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারটি বিক্রি করে দিয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্টটি। প্রতিষ্ঠানটির  ‘মেডিকেল টেকনোলজিস্ট’ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:  মেডিকেল টেকনোলজিস্ট, নির্ধারিত নয় । 

আবেদনের যোগ্যতা: প্রার্থীর সরকার স্বীকৃত তিন বা চার বছরের ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ইন ল্যাব টেকনোলজি।

অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

কর্মস্থল: প্রযোজ্য নয়।

আবেদনের যেভাবে করবেন: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

অথবা আগ্রহীরা আবেদন এবং আপডেট করা সিভিসহ সমস্ত একাডেমিক ও অভিজ্ঞতার প্রশংসাপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি দ্য সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্টের কাছে পাঠান।

আবেদনের সময়সীমা: আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

Exit mobile version