Site icon চাকরি।। নিয়োগ।। জবস

চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ

ফাইল ফটো

একনজরে প্রতিষ্ঠানের তথ্য: জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংযুক্ত প্রতিষ্ঠান যার প্রধান দায়িত্ব শুল্ক-কর আরোপ করা ও তা আদায় করা। এছাড়া, শুল্ক নীতি প্রণয়নসহ চোরাচালাননিরোধী আইন ও বিধি প্রণয়ন বোর্ডের অন্যতম কাজ। এটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত প্রতিষ্ঠান। চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয়ে। প্রতিষ্ঠানটির একাধিক পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: বিস্তারিত সার্কুলার দেখুন, নির্ধারিত নয় । 

আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা : প্রযোজ্য নয়।

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

কর্মস্থল: প্রযোজ্য নয়।

আবেদনের যেভাবে করবেন: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা; ২ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ মে ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

Exit mobile version